"

দেশের বাজারে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, দাম কত?


এবার দেশের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। এক্স সিরিজের এই ফোনটিতে উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং মাল্টিটাস্কিং কাজের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ভিভো এক্স২০০ মডেলের ফোনটিতে কার্ভড ডিসপ্লে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে, ভিভো নতুন এই ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা। সেই সঙ্গে কোয়াড কার্ভড ডিসপ্লে হওয়ায়, ডিভাইসটি ইতোমধ্যেই সাড়া ফেলেছে। এখন থেকে ভিভোর অথরাইজড শোরুম বা স্টোরে মিলবে নতুন এই ফোনটি।

ভালো মানের ছবি তোলার জন্য ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা। ক্যামেরার এই বিশেষ জাইস টেলিফটো ফিচারই ফোনটির অন্যতম আকর্ষণ। এতে আছে ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা এবং ১০০ গুণ হাইপারজুম, টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল।

১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এই ডিভাইসটি মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিংয়ে দারুণ অভিজ্ঞতা দেবে। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লেতে চোখ কখনো ক্লান্ত হয়ে পড়বে না, বলে জানিয়েছে ভিভো। এছাড়াও ফোনটিতে রয়েছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম। যেখানে থাকছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট, এআই ইরেজ, ডেটা পার্জ এবং ডেটা সিকিউরিটির মতো স্মার্ট ফিচার।


৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি স্মার্টফোনটিতে রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। এটি মূলত ইন্ডাস্ট্রির প্রথম থার্ড জেন সিলিকন অ্যানোড ব্যাটারি। সেই সাথে ফোনটিতে আছে সেমি-সলিড ব্যাটারি প্রযুক্তি, যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাতেও নিরবচ্ছিন্ন কাজ করে যাবে। ঠান্ডা যতই পড়ুক, ব্যাটারির পারফরম্যান্সে কোনো সমস্যা হবে না। ফোনটিতে থাকছে ১৭ ঘন্টারও বেশি সময় টানা ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা। এছাড়াও একটানা ৯ ঘণ্টা করা যাবে গেমিং। 

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কিনলে সাথে পাবেন এয়ারবাডস। আর বিভিন্ন ব্যাংক কার্ডে মূল্য পরিশোধে মিলবে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال