" বোরকা পরে বাড়িতে আসা নেত্রী দৌঁড়ে পালানোর সময় গ্রেপ্তার "

বোরকা পরে বাড়িতে আসা নেত্রী দৌঁড়ে পালানোর সময় গ্রেপ্তার

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা শ্রমিক লীগ নেত্রী নাসিমা বেগম ও ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে উপজেলার মধ্য অরোনকোলা এলাকার বাড়ির সামনে থেকে নাসিমা ও বিকেলে বাঘইল এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

নাসিমা অরণকোলা এলাকার আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রাজু আহম্মেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। শনিবার বোরকা পরে নাসিমা বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন তিনি।

দু’জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, নাসিমা ও রাজুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال