ভারতে কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নকশালরা। সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় আইইডি নামক বিস্ফোরক দিয়ে করা এই হামলায় ৮ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও এক চালক নিহত হয়েছেন।
বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দারাজ পির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, নিষিদ্ধ সিপিআইর (মাওবাদী) সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) হামলা চালিয়েছে।
পিটিআই বলছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে গাড়িটি।
শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করে যৌথবাহিনী। ওইদিন দুপক্ষের পাল্টাপাল্টি গুলিতে ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর এক জওয়ান এবং পাঁচ মাওবাদী নিহত হন। তারপরই সোমবার ল্যান্ডমাইন হামলা চালাল মাওবাদীরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, অভিযান শেষে ফেরত আসছিল ওই বাহিনী। গত দুই বছরের মধ্যে নকশালরা এত বড় হামলা করেনি। ২০২৩ সালে তারা একটি গাড়িতে হামলা করেছিল। ওই সময় ১০ পুলিশ নিহত হয়। এ ছাড়া এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছিল।
Tags
আন্তর্জাতিক