"

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর ৩ মামলায় ছয় দিনের রিমান্ড

 


চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক তিন মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ছাত্র আন্দোলনে সংগঠিত আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 


আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এসব আদেশ দেন। এদিন সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় নদভীকে আদালতে নিয়ে আসা হয়।


চট্টগ্রাম মহানগর পিপি মফিকুল হক ভূঁইয়া জানান, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া তিন মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত সেটা মঞ্জুর করেন।


গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত। গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। তখন থেকে কারাগারে তিনি।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال