" যারা মনে করে দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে, তারা বোকার স্বর্গে আছে "

যারা মনে করে দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে, তারা বোকার স্বর্গে আছে

 




পটুয়াখালী জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আজ বিকেল পাঁচটায় শহরের পুরাতন আদালত পাড়া মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই জেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। তবে, কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সরকার গঠন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৭ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। কেউ যদি মনে করে এক-দেড় মাসের আন্দোলনে সরকার পতন ঘটানো সম্ভব, তবে তারা স্বপ্নের রাজ্যে বাস করছে অথবা বোকার স্বর্গে বাস করছে। বিএনপির বিরুদ্ধে এক লাখ ৬০ হাজার মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার। যতদিন বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন বিএনপির আন্দোলন চলবে।

 জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবল হক নান্নু।



Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال