"

হাসিনা অবশ্যই দেশে ফিরবে- সারজিস


বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিজ্ঞ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। ৬ জানুয়ারি, সোমবার ফরিদপুরে গণসংযোগ এবং সমাবেশের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির লক্ষ্য নিয়ে এই আহ্বান জানান তিনি। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক মুক্তমঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে ঢাকার মসনদে কে বসবে তা দিল্লি থেকে নির্ধারিত হত, কিন্তু এখন দেশবাসী সিদ্ধান্ত নেবে।

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাজ হলো সিন্ডিকেট ভাঙা, যদি সেটা না করেন এবং দাবি করেন যে শুধু হাতবদল হয়েছে, তবে তা মেনে নেয়া হবে না।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, হাসিনা অবশ্যই দেশে ফিরবে এবং বিচারের মুখোমুখি হবে। দাঁড়াবে ফাঁসির মঞ্চে। বিশ্বের যেকোনও পরাশক্তির সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ছাত্র-জনতা রক্ত দিয়ে এই বিপ্লব করেছে, যার স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত এবং শহীদ ও আহতদেরও স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال