" প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে: আইন উপদেষ্টা "

প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে: আইন উপদেষ্টা


প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (১৫ জানুয়ারি) রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর চারটি প্রধান উপদেষ্টার কাছে জমা প্রতিবেদন জমা দেয়। সে বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে। 

তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনগুলোর দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে যাবে সরকার। এর জন্য বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال