"

ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি: সঞ্জয় রাউত

  



বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। 


মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন শিবসেনার এই নেতা। 

সাইফ আলি খানকে আক্রমণের ঘটনায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করার পর শিবসেনা (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সমস্ত বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال