"

যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ!

 


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা সম্পর্কে গুরুতর অভিযোগ তুলেছেন। তার মতে, ছাত্র আন্দোলনের সময় যাদের নেতৃত্বে সাধারণ ছাত্ররা ছিল, তারা এখন ক্ষমতার অপব্যবহার করছেন এবং নিজেদের ব্যক্তিগত লাভের জন্য পরিবর্তিত হয়েছেন।


নুরুল হক নুর বলেন, “একসময় ছাত্রদের ১৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া দিতে হতো, কিন্তু এখন তারা ৭০০০ টাকার ইউলিয়নের পাঞ্জাবি পরে এবং দেড়শ গাড়ির বহর নিয়ে এলাকায় শোডাউন করে। এই পরিবর্তন ছাত্র নেতৃবৃন্দের প্রতি মানুষেরে আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে নিয়ে অনেক প্রশ্ন তোলে।


তার দাবি, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিল, তারা সবাই রাষ্ট্রযন্ত্রকে দলীয় কাজে ব্যবহার করার চেষ্টা করেছে। তিনি যোগ করেন, আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিগত সরকারের সময় আমরা আল রাজি কমপ্রেক্স এর চিপায় অফিস নিয়ে ছিলাম, এখনো সেখানে আছি। 


তিনি আরও বলেন, ছাত্ররা তাদের সর্বস্ব ত্যাগ করে জাতির মুক্তির জন্য লড়াই করেছে। কিন্তু আজ সেই ছাত্র নেতারা কলঙ্কিত ইতিহাস রচনা করছে। যদি এভাবে চলতে থাকে, তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।


নরুল হক নুর বলেন, কোনো ব্যক্তি দলের প্রধান এবং সরকারের প্রধান একসঙ্গে থাকতে পারেন না। কারণ দলীয় প্রধান একটি দলের কিন্তু রাষ্ট্রীয় প্রধান সমগ্র রাষ্ট্র এবং সব দলের।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال