"

হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে মেরে ফেলেছি, ওসিকে ফোন করে প্রকৌশলী

 

রাজধানীর বংশাল থানার ওসি রফিকুল ইসলামের মোবাইল ফোনে একটি কল আসে। তিনি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একজন বলেন, ‘আমি হাতুড়ি দিয়ে আঘাত করে আমার স্ত্রীকে মেরে ফেলেছি।’ পরে জানা যায়, তার নাম ইব্রাহিম খান। তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। দ্রুত বংশালের সিক্কাটুলি লেনে তার বাসায় পৌঁছে যায় পুলিশ। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। সেইসঙ্গে তার স্ত্রী মাকসুদা খানমের (২৭) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।


বংশাল থানার ওসি শনিবার সমকালকে বলেন, ওই এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে বলে আগেই পুলিশের কাছে তথ্য আসে। সেই অনুযায়ী পুলিশের একটি দল রওনা হয়। এর মধ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে নিহতের স্বামী কল করে তার অপরাধের বিষয়ে জানান। ততক্ষণে পুলিশের দলটিও তার বাসার কাছাকাছি চলে যায়। পরে সিক্কাটুলি লেনের ২৪ নম্বর বাসার দোতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।

 

ওসি জানান, ইব্রাহিম অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পরে শনিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে ইব্রাহিম দাবি করেন, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই কলহ হত। শুক্রবার বিকেলেও তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তবে হত্যার পরিকল্পনা বা উদ্দেশ্য তার ছিল না। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করবেন বলে ভয় দেখাতে চেয়েছিলেন। শেষ মুহুর্তে তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি স্ত্রীকে হত্যা করেন। এর আধা ঘণ্টার মধ্যেই তিনি বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন।


নিহতের চাচা মাওলানা আব্দুল লতিফ জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল বাতেন খানের মেয়ে মাকসুদা। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। দুই বছর আগে তার সঙ্গে ইব্রাহিমের বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হত। ইব্রাহিম ঠিকমতো বাজারসহ অন্যান্য খরচ দিতেন না। শুক্রবারও এসব নিয়ে ঝগড়ার একপর্যায়ে হত্যাকাণ্ড ঘটে।


অবশ্য পুলিশ বলছে, কলহের মূল কারণ স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন ইব্রাহিম। মাকসুদা এ নিয়ে বারবার বোঝানোর চেষ্টা করলেও নিজের অবস্থান থেকে সরেননি তার স্বামী। ফলে কলহ লেগেই থাকত। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال