"

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই অধিকার পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা জনগণের আস্থা ফেরাতে চাই।’

গত ২ জানুয়ারি নির্বাচন কমিশন ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে ১৮ লাখ ভোটার যুক্ত হওয়ায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

যেসব ভোটার এখনও তালিকায় যুক্ত হননি, তাদের তথ্য সংগ্রহের জন্য ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে সিইসি বলেন, ‘ভোটার তালিকা যত বেশি নির্ভুল হবে, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্য হবে।’ নির্বাচন কমিশনাররাও এ বিষয়ে একমত পোষণ করেন।

সিইসি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর ভিত্তি করে একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি নির্মাণ সম্ভব।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال