"

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের গ্রেপ্তারের গুঞ্জন!

 

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে। গেল ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কার্যত ৫ আগস্ট থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা পলাতক রয়েছেন। মাঝে মাঝে অনেকে গ্রেপ্তারও হয়েছেন।

এর মধ্যেই শনিবার (২৫ জানুয়ারি) গুঞ্জন উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে।

উল্লেখ্য যে, ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে শেখ হাসিনা।কার্যত তখন থেকেই দলটির অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন ভারতসহ বিভিন্ন দেশে।  

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال