"

মধ্যরাতে রাবি ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মধ্য রাতে বহিরাগত এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রক্টরিয়াল বডির টহল দেখে পালিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাবির তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে এ দুর্ঘটনা ঘটে।




নিহত শিমুল শিহাব রাজশাহী কলেজের শিক্ষার্থী। এছাড়া রাজশাহী নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।




একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে একটি মেয়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন শিমুল শিহাব। সে সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা টহল দিচ্ছিলেন। একপর্যায়ে টহল দলের সদস্যরা শিহাবের গায়ে টর্চলাইট মারলে তিনি মোটরসাইকেলে উঠে দ্রুতগতিতে চালাতে শুরু করেন। এ সময় প্রক্টরিয়াল বডির টহল টিম ও ওই স্থানে আগে থেকে ব্যাডমিন্টন খেলারত শিক্ষার্থীরা তাদের ধরার চেষ্টা করে। এতে শিহাব দ্রুতগতিতে মোটরসাইকেলে ক্যাম্পাস থেকে পালানোর চেষ্টা করেন। কিছুদূর যাওয়ার পর নির্মাণাধীন সড়কে দুর্ঘটনার শিকার হন ওই ছাত্র। 




পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিহাবকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘রাত ১০টার দিয়ে আমি ঘটনা জানতে পারি। আমাদের সহকারী প্রক্টর টহল দিচ্ছিল। তখন ছেলে-মেয়ে দুজন তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনে ছিলেন। প্রক্টরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে পালাতে চেষ্টা করেন। তবে ওদিকে রাস্তার কাজ চলছিল। সেখানেই দুর্ঘনাটি ঘটে। পরে আমাদের লোকজন তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পাঠায়। সেখান থেকে তাকে রামেকে নেওয়া হয়। তবে রাস্তায় ছেলেটি মারা গেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত একজন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে রাত ১১টার দিকে একজনকে নিয়ে আসা হয়। তবে আগেই ছেলেটি মারা গেছে।


রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। খোঁজ খবর নিচ্ছি।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال