"

সরকার পরিচালনায় ঢিলেঢালা ভাব, অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে: রিজভী

 

ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করায় খুনি-অপরাধীদের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী।


আজ বৃহস্পতিবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ‘আমরা বিএনপি পরিবার’–এর উদ্যোগে, প্রতিবন্ধী রিকশাচালক মামুনকে  আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


রুহুল কবির রিজভী বলেন, ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করায় খুনি- অপরাধীদের বিচারে ধীরগতি, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এ কারণেই পরাজিত শক্তি আবারও ক্ষমতা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে।


বিএনপির এই নেতা বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।


তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততায় মামলা  বাণিজ্য হচ্ছে,  আসামি করা হচ্ছে বিএনপির ত্যাগী নেতাদের।


এসব কিছু শক্ত হাতে দমন করতে না পারলে এ সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ছাত্র–জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় সে বিষয়ে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال