"

জামায়াতের ওপর হাত দেওয়ার ৭ দিনেই আল্লাহ তাকে নিষিদ্ধ করেন: গোলাম পরওয়ার

 

দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই। সংস্কার যত দ্রুত সম্ভব সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এটি এখন প্রধানতম কাজ বলে আমরা মনে করছি।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


শামসুজ্জামান দুদু বলেন, আমাদের ছোট ভাইয়েরা এই সরকারে আছে। তারা গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এজন্য আমাদের জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।  

 

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হলে তিনি চেষ্টা করবেন। তার এ প্রক্রিয়ার সাথে বিএনপিসহ সকল রাজনৈতিক দল থাকবে। এই প্রক্রিয়ার সাথে প্রধান উপদেষ্টা ও সরকারও আছে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন না হলে যে সংকট তৈরি হচ্ছে, তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবিলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ।  


বিজ্ঞাপন


বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সংস্কার ও নির্বাচন এ দুটি বিষয় একটির সাথে আরেকটি গুরুত্বহীন নয় বরং দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমাদের দলের নেতা তারেক রহমান দেশে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।


তিনি বলেন, দেশে সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া ও ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান। নতুন পরিবর্তনের দিকে তারা দেশকে নিয়ে যাওয়াসহ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখী ও স্বাধীনতামুখী করতে হবে। দেশকে গোষ্ঠীতন্ত্রের বাহিরে নিয়ে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে।  

   

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। এরপর বিকেলে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال