"

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে বেরোবি

 

জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের কাছে বেরোবির আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ কথা জানান। 



উপাচার্য বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহতদের চিকিৎসার জন্য প্রথম থেকেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। এরই প্রেক্ষিতে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ৩৯জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করে। আহত শিক্ষার্থীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করায় রংপুর মেডিকেল কলেজের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


বেরোবির আহত শিক্ষার্থীরা তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের কাছে উপস্থাপন করেন।  

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম জানান, রংপুর মেডিকেল কলেজে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহযোগিতা ও পরামর্শ দিতে পেরে আমরা ধন্য। ভবিষ্যতে যে কোনো সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকবে।



প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত মেডিকেল বোর্ড ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিন বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।


এ সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال