"

শ্রমিকদল নেতার বিরুদ্ধে মানবন্ধনে হামলা, আহত ৮


নেত্রকোণা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে উঠেছে। এর বিরুদ্ধে জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত শ্রমিকদের মানববন্ধনে আজ মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতিসহ পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে অটোরিকশা শ্রমিক নান্টু মিয়া, মিন্টু মিয়া, ট্রাক পরিবহন শ্রমিক আজগর আলী, নির্মাণ শ্রমিক সুজন মিয়া নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।

পুলিশের ভাষ্য, সকালে তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করেন শ্রমিকরা। আয়োজক শ্রমিকেরা ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অপরপক্ষ হামলা চালায়। এসময় উভয়পক্ষ হাতাহাতিসহ সংঘর্ষে জড়ান। এসময় উভয়পক্ষের আটজন আহত হন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال