নতুন সংযোগের প্রতিশ্রুতি দেওয়া শিল্প খাতের গ্যাসের জন্য দাম ৭৫ টাকা ৭২ পয়সা প্রস্তাব করে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)।
গতকাল সোমবার বিইআরসির কাছে ওই প্রস্তাব করে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রস্তাব অনুযায়ী, দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার কথা বলা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো বিল হবে নতুন দামে। কিছুটা ছাড় থাকছে পুরোনোদের ক্ষেত্রে।
বর্তমানে শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে ৩০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে (শিল্পে ব্যবহৃত নিজস্ব বিদ্যুৎ) ৩০ টাকা ৭৫ পয়সা দিতে হয়। এলএনজির গড় আমদানি ব্যয় ৬০-৬৫ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে প্রতি ঘনমিটার গ্যাসের গড় মূল্য ছিল ২৪ টাকা ৩৮ পয়সা। পেট্রোবাংলা বিক্রি করেছে ২২ টাকা ৮৭ পয়সা দরে।
বর্তমানে পেট্রোবাংলা দিনে গড়ে ২৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। এর মধ্যে এলএনজি আমদানি থেকে পাওয়া যায় গড়ে ৮৫ কোটি ঘনফুট।
Tags
জাতীয়