"

৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই : ড. কামাল হোসেন


৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না।

রোববার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ড. কামাল হোসেন বলেন, জনআকাঙ্খা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে পারে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সব ষড়যন্ত্রকে নসাৎ করতে ঐক্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। এ সময় সকলকে ধৈর্য্যের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال