"

এবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণে দেয়া হলো বাধা

বরগুনা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা লিফলেট বিতরণ করতে গেলে শিক্ষার্থীদের একটি পক্ষ তাদের বাধা দেয়। এ সময় ছাত্র প্রতিনিধি রেজাউল ও তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভুয়া স্লোগান দেয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।

সোমবার (১৩ জানুয়ারি) জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, লিফলেট বিতরণের সময় শিক্ষার্থীদের একটি পক্ষ স্লোগান দিয়ে রেজাউল গ্রুপকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে প্রধান ফটক বন্ধ করে দেয়। কলেজ থেকে বাধা পাওয়ার পর রেজাউলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে।


ছাত্র প্রতিনিধি রেজাউল করিম জানান, কলেজ ক্যাম্পাসে লিফলেট বিতরণে যারা বাধা দিয়েছেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নন।


আন্দোলনের প্রতিনিধি মীর নিলয় বলেন, কেন্দ্র থেকে লিফলেট বিতরণের কোনো নির্দেশনা বরগুনায় ছিল না। তারপরও রেজাউল গ্রুপ কীভাবে নিজস্ব কর্মসূচি পালন করেছে তা জানা নেই। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে রেজাউল গ্রুপের তর্ক-বিতর্ক দেখা দেয়। এ ঘটনার পর ওই কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিভাজন ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال