গ্রাফিক্স : কালবেলা
ক্যাডার বহির্ভূত ৯ম গ্রেডে সহকারী সচিব পদে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব তাসলিমা আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।
এতে বলা হয়, ‘জাতীয় বেতন-স্কেল, ২০১৫’ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতনভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Tags
জাতীয়