বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর তিনটি লকারে বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ। রোববার প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় লকার তিনটি খুলতে সক্ষম হয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল।
দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এস কে সুরের তিনটি লকারে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৭ হাজার ৩০০ ডলার, ১ কেজি ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।’
এর আগে রোববার বেলা ১১টার দিকে দুদক পরিচালক সায়েমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায়। অনুসন্ধান দলে একজন স্বর্ণকারকেও রাখা হয়।
গত ১৯ জানুয়ারি এস কে সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে চার কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে তিনটি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক।