"

ময়মনসিংহে আওয়ামী লীগ-ছাত্র*লীগ-কৃষক লীগের নেতা*সহ গ্রেফতার ৮

 

হস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ও সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু (৬০), সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২), মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুক্তা (৪৮), নগরীর ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (২০), জামিল (২৬), শচীন রবিদাস (২৩), সুজন (২৫) ও আতিকুল ইসলাম (২৪)। তারা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।



গ্রেফতারদের মধ্যে গোলাম ফেরদৌস জিল্লু ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠভাজন বলে জানিয়েছে পুলিশ।


এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুর বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের মামলা ছিল। ৫ আগস্টের পর থেকেই পলাতক তিনি। পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। দুপুরে জিল্লু টাউনহল এলাকায় এসেছেন জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال