"

জুলাই ঘোষণাপত্রের দিন বলবো না, তবে দিনরাত কাজ চলছে: প্রেস সচিব

 


জুলাই ঘোষণাপত্র ঘোষণার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা প্যানেল এটি নিয়ে দিনরাত কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

শফিকুল  আলম বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সকল পলিটিকাল পার্টির সবার সাথে কথা হয়েছে। তাদের সাথে ফরমাল ও ইনফরমাল দুইভাবেই কাজ হচ্ছে। সবমিলিয়ে মেসেজটি খুবই পজিটিভ। সবাই এখানে সম্পৃক্ত হতে চাচ্ছে। তাই দেরি হচ্ছে। এটা নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমসহ উপদেষ্টা প্যানেল দিনরাত কাজ করছে।

তিনি বলেন, নির্দিষ্ট দিনের বিষয়ে আমি বলবো না। দিন নির্ধারণ করার পর ঘোষণা করতে না পারলে আপনারাই গালি দেবেন। তবে যত দ্রুত করা যায় সে লক্ষ্যে কাজ হচ্ছে। এটা বাংলাদেশের ঐতিহাসিক ডকুমেন্ট হচ্ছে। তাই চুলছেড়া বিশ্লেষণ চলছে। তাছাড়া ঘোষণাপত্রে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে বলা হয়েছে। ২৩ জানুয়ারীর মধ্যে চিঠির মাধ্যমে জনগণ মতামত জানাতে পারবেন।

 

শনিবার (১৮ জানুযারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাক্সক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন তিনি। আলোচনা শেষে পোনে দুইটার দিকে ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইটের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথ আয়োজিত এই সেমিনারে অন্য শিক্ষার্থীরাও আলোচককে বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়াও আলোচক ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক এমদাদুল হক, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার ও সংগঠনটির সাবেক সভাপতি ইমামুল হাছান আদনান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুব আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال