হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মিনারা বেগম (৩৫)। তিনি বেসরকারি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।
নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক জানান, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে উপজেলায় সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। এরপর সাংগঠনিক প্রোগ্রাম শেষে সন্ধ্যার পর বাড়িতে যান মালেক। এরপর দরজা খুলে তিনি ঘরের লাইট অফ পান। পরে লাইট জ্বালিয়ে দেখেন তাঁর ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। অপরদিকে তাঁর স্ত্রী ছুরিকাঘাত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান জানান, নিহতের গায়ে ছুরিকাঘাত আছে। পুলিশ সুরতহাল করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
Tags
সারাদেশ