"

চলতি মাসেই জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে: আসিফ নজরুল

 

চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।


এসময় আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আজ অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। চলতি মাসেই আনুষ্ঠানিক বৈঠক হবে। ৮ ফেব্রুয়ারির মধ্যে আমাদের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়ে দিবে। এছাড়া তারা একটি সুপারিশমালাও প্রস্তাব করবে। এগুলো রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের কাছে পাঠানো হবে।


তিনি আরও বলেন, সুপরিশমালার প্রেক্ষিতে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। এই বৈঠকের প্রধান হিসেবে থাকবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে ৮ তারিখ থেকেই আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের যাত্রা শুরু হবে।


এরপর সকলের আলোচনার প্রেক্ষিতে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال