"

একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে : রফিকুল আলম মজনু

 

বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।


ওই দলের প্রধান দাবি করেছেন, দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে, কিন্তু যাদের এসব অভিযোগ, তারা ৫ আগস্টের পর ব্যাংক, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান দখল করছে, এ বিষয়ে কেন কিছু বলেন না?


রাজধানীর পুরান ঢাকা লালবাগের আজাদ বালুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে এক কর্মশালায় সভাপতির বক্তব্যে মজনু এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে লালবাগ থানা বিএনপি।


তিনি আরও বলেন, বিএনপি অনেক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে নানা অভিযোগের কারণে, তবে এই দলটি তাদের দখলবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি? এ প্রশ্ন রাখেন মজনু।


মজনু আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান আওয়ামী ক্যাডাররা দখল করেছে। কিছু কিছু জায়গায় বিএনপি সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


অন্যদিকে, একটি দল নিজেদের জায়গা পুনরুদ্ধার করার জন্য দখল করে নেয়, যা বিএনপির সঙ্গে তাদের পার্থক্য বলে মন্তব্য করেন তিনি।


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভায় বলেন, তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে বৈষম্যের রাজনীতি শেষ হয়ে যাবে এবং ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না। তিনি বলেন, দেশকে দুর্নীতি ও একনায়কতন্ত্র মুক্ত করতে ৩১ দফার বাস্তবায়ন একমাত্র বিকল্প।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সভায় বলেন, বিএনপি একটি সংগ্রামী দল এবং গণতন্ত্র ও বহুদলীয় শাসনব্যবস্থার প্রয়োজনে এর জন্ম। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال