শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয় দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি, রবিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হয়েছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে। ফলে বিধিমালার ১২ (১) উপ-বিধি অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তারা রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী ‘খোরাকী ভাতা’ পাবেন।
সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শেকৃবির কোয়েল ভবন থেকে বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের পোস্টার বিতরণ করছিলেন এবং গ্রেফতার এড়াতে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বাসায় আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।