কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। শনিবার বেলা ৩টায় উপজেলার বাংঙ্গড্ডা বাজারে এ ঘটনা সংঘর্ষ হয়।
Tags
সারাদেশ
"
স্থানীয় সূত্র জানায়, বাংগড্ডায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে সেলিম ভূইয়া নিহত হন।
এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়াকে নিজের কর্মী বলে দাবি করেছেন। বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছেন। তবে তাঁর মরদেহ সরকারি হাসপাতালে রয়েছে।’
Our website uses cookies to improve your experience. Learn more
Ok