"

বগুড়ায় আ.লীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেফতার

 

বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল ওয়াদুদ এতথ্য নিশ্চিত করেছেন।

গ্ৰেফতারকৃতরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, খোট্রপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।

ওসি বলেন, শনিবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নামে পাঁচ আগস্ট পরবর্তী সময় একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال