"

সাবিনা ইয়াসমিনের সুস্থতা কামনায় চিরকুটের পোস্ট

 

দীর্ঘ বিরতির পর গানের মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করছিলেন তার গান, কিন্তু হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়।


আজ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানান হাসপাতালের কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন।


এই পরিস্থিতিতে, দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ সাবিনা ইয়াসমিনের সুস্থতার জন্য একটি ফেসবুক পোস্ট করেছেন। তাদের পোস্টের ভাষায়:


চিরকুটের ফেসবুক পোস্ট:


"আমাদের দেশের কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গুরুতর অসুস্থ হয়ে এই মুহূর্তে আইসিইউ-তে চিকিৎসাধান রয়েছেন। আমাদের সম্পদ সাবিনা ইয়াসমিনের তুলনা তিনি নিজেই। তিনি একজন জীবনযোদ্ধাও। একদিকে জীবনভর তাঁর যাদুকরী কন্ঠে অসংখ‍্য কালজয়ী গানে আমাদের যেমন আচ্ছন্ন করে রেখেছেন; অপরদিকে ব‍্যক্তিগত জীবনে দুইবার মরনব‍্যধী ক‍্যান্সারের সাথে লড়ে জীবনে ফিরেছেন। তিনি আজ আবার লড়ছেন হাসপাতালের বেডে। আমাদের সমস্ত দোয়া, প্রার্থনা তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মধ‍্যে ফিরে আসেন। তাঁর চির উজ্জ্বল উপস্থিতিতে আমাদের সকলের উৎসাহ যোগান। সৃষ্টিকর্তা সহায় হোন।"


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال