ছাত্র–জনতার জীবনের বিনিময়ে আসা পরিবর্তনকে নষ্ট না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সুনামগঞ্জ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘গত পাঁচ মাসে আমাদের দলীয় নেতাকর্মীরা কোনো ধরনের চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখল এসবের সঙ্গে জড়িত ছিল না।’
বিগত সরকার যেসকল গুম, খুন করেছে এসব ঘটনার বিচার দাবি করে ডা. শফিকুর রহমান তাঁর নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। এসময় দলের নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘এতোগুলো জীবনের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে নষ্ট করবেন না। যারা এই ক’দিন চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করেছেন– আপনারা এসব বাদ দিয়ে নিজেদের পরিবর্তন করুন। কোনো নীরিহ মানুষকে মামলা দিয়ে হয়রানি না করার অনুরোধ করছি।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা সবেচেয়ে বেশি গুরুত্ব দেব শিক্ষার উপর। শিক্ষার্থীদের নৈতিক ভিত্তির উপর আধুনিক শিক্ষাকে সমন্বয় করে এমন শিক্ষা দেওয়া হবে সার্টিফিকেট ও কাজ একসঙ্গে হাতে তুলে দেওয়া হবে। শিক্ষার পর্ব শেষে একজন শিক্ষার্থীকে তার যোগ্যতানুযায়ী একটা কাজ দেওয়া হবে।’
কর্মী সম্মেলনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর উত্তরের আমির ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাভোকোট শামসউদ্দিন প্রমুখ।