" আইফোন ১৭ প্রো মডেলে থাকতে পারে যেসব ফিচার "

আইফোন ১৭ প্রো মডেলে থাকতে পারে যেসব ফিচার


আইফোন ১৭ সিরিজ আসতে এখনও ঢের দেরি। অ্যাপল সাম্প্রতিক বছরগুলোতে আইফোনের নতুন সিরিজ উন্মোচন করে আসছে সেপ্টেম্বরে। এই ধারাবাহিকতায় এ বছরও আইফোন ১৭ আসার সম্ভাবনা সেপ্টেম্বরেই। অর্থাৎ, আইফোনের পরবর্তী সিরিজটি বাজারে আসতে এখন অন্তত ৫-৬ মাস বাকি। কিন্তু এরই মধ্যে প্রযুক্তি বিশ্বের একাধিক সূত্র আইফোন ১৭ সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্য বাজারে ফাঁস করতে শুরু করেছে। ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে আইফোন ১৭ প্রো মডেলের সম্ভাব্য বেশ কিছু ফিচার এখানে তুলে ধরা হলো। 

আইফোন ১৭ প্রো এর কাঠামো (ফ্রেম)
শোনা যাচ্ছে আইফোন ১৭ প্রো মডেলে থাকবে অ্যালুমিনিয়ামের কাঠামো বা ফ্রেম। আইফোনের ১৬ প্রো ও ১৭ প্রো মডেলগুলোতে ব্যবহার করা হয়েছিল টাইটানিয়ামের ফ্রেম। এর আগে আইফোন এক্স থেকে আইফোন ১৪ প্রো মডেলগুলোর বডিফ্রেম স্টেইনলেস স্টিলের তৈরি ছিল। আইফোন ১৭ প্রো মডেলের ব্যাকসাইড কিছুটা অ্যালুমিনিয়াম ও কিছুটা গ্লাস দিয়ে তৈরি।

আয়তকার ক্যামেরা বাম্প
আইফোন ১৭ প্রো মডেল দুটিতে দেখা যেতে পারে বড় আয়তকার (রেকট্যাংগুলার) ক্যামেরা বাম্প। অর্থাৎ ফোনটির ক্যামেরা প্যানেল বডি থেকে কিছুটা বেরিয়ে থাকবে। ক্যামেরা প্যানেলের কোণগুলো গোলাকার হতে পারে। তবে ট্রিপল ক্যামেরার জন্য ত্রিকোণাকৃতির  অ্যারেঞ্জমেন্ট বহাল থাকবে বলে জানা গেছে।

আয়তকার ক্যামেরা বাম্পে ত্রিকোণাকৃতির ট্রিপল ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট দেখা যেতে পারে আইফোন ১৭ প্রো মডেলে।আয়তকার ক্যামেরা বাম্পে ত্রিকোণাকৃতির ট্রিপল ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট দেখা যেতে পারে আইফোন ১৭ প্রো মডেলে। ছবিসূত্র: ফ্রন্ট পেজ টেকঅধিক সুরক্ষিত ডিসপ্লে
আইফোন ১৭ প্রো মডেলের ডিসপ্লেতে নতুন অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং বা আবরণ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এর ফলে ডিসপ্লে স্ক্রিন আগের চেয়ে আরও বেশি স্ক্র্যাচ (আঁচর) বা দাগ প্রতিরোধী হয়ে উঠবে। প্রো মডেলগুলোর স্ক্রিন আগের চেয়েও বেশি সুরক্ষিত থাকবে।

আরও বড় ব্যাটারি
আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলটির ডিজাইন কিছুটা মোটা হতে পারে, যার ফলে ডিভাইসটিতে ১৬ প্রো ম্যাক্সের তুলনায় বড় ও বেশি সক্ষমতার ব্যাটারি থাকতে পারে বলে জানা গেছ।

এ১৯ প্রো চিপ
আইফোন ১৭ প্রো মডেলে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ প্রো চিপ দেখার সমূহ সম্ভাবনা আছে। চুক্তিভিত্তিক চিপনির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি’র নতুন ও তৃতীয় প্রজন্মের ৩এনএম (ন্যানোমিটার) প্রযুক্তিতে তৈরি হবে এ১৯ প্রো চিপ। উন্নত এই চিপের কল্যাণে আইফোন ১৬ প্রো মডেলের তুলনায় আরও বেশি শক্তিশালী ও পাওয়ার এফিশিয়েন্ট হয়ে উঠবে আইফোন ১৭ প্রো মডেল দুটি।

আইফোন ১৭ সিরিজের ফাঁস হওয়া ডিজাইন।আইফোন ১৭ সিরিজের ফাঁস হওয়া ডিজাইন। ছবিসূত্র: অ্যাশারডিপসঅ্যাপলের নিজস্ব ডিজাইনের ওয়াই-ফাই ৭ চিপ
অ্যাপলের নিজস্ব ডিজাইনের ওয়াই-ফাই ৭ চিপ দেখা যেতে পারে আইফোন ১৭ সিরিজের প্রতিটি ফোনেই। আইফোনের বর্তমানে মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ব্রডকমের তৈরি ওয়াই-ফাই চিপ। কিন্তু আইফোন ১৭ সিরিজ থেকেই অ্যাপলে তাঁদের নিজেদের ডিজাইনে তৈরি ওয়াই-ফাই ৭ চিপ ব্যবহার করতে শুরু করবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
আইফোন ১৭ সিরিজের প্রতিটি ফোনেই ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করতে পারে অ্যাপল। ফলে সেলফিপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে ১৭ সিরিজটি। উল্লেখ্য, আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলেই ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

৪৮ মেগাপিক্সেলের রিয়ার টেলিফটো ক্যামেরা
আইফোন ১৭ প্রো মডেল দুটির ব্যাকসাইডে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে। বর্তমানে আইফোন ১৬ সিরিজের প্রো মডেল দুটিতে আছে ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

১২জিবি র‍্যাম
আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলেই আছে ৮জিবি র‍্যাম। তবে ১৭ সিরিজের প্রো মডেল দুটিতে ১২জিবি র‍্যাম দেখতে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। প্রাথমিকভাবে সূত্রগুলো শুধু ১৭ প্রো ম্যাক্সের কথা বললেও পরবর্তীতে জানিয়েছে যে, প্রো ও প্রো ম্যাক্স দুটি মডেলেই থাকতে পারে ১২জিবি করে র‍্যাম। এর ফলে ব্যবহারকারীরা আরও ভালোভাবে অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক এআই ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া অধিক র‍্যামের কল্যাণে মাল্টিটাস্কিং-ও হয়ে উঠবে আরও সহজ।

উন্নত কুলিং সিস্টেম
আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেলের আভ্যন্তরীণ নকশায় (ইনটারনাল ডিজাইনে) পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে। এর ফলে ফোনের অভ্যন্তরে উৎপন্ন তাপ আরও ভালোভাবে ছড়াতে পারবে এবং ফোন তুলনামূলক কম গরম হবে। এছাড়া প্রো মডেল দুটিতে ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম আসতে পারে বলেও দাবি করেছে কয়েকটি সূত্র। এর ফলে ডিভাইসের তাপ ব্যবস্থাপনা আরও বেশি কার্যকর হবে এবং থার্মাল পারফরম্যান্সও বৃদ্ধি পাবে।

৮কে মানের ভিডিও রেকর্ডিং
আইফোন ১৭ প্রো মডেলে ৮কে মানের ভিডিও রেকর্ডিং করা যাবে বলেও সম্প্রতি একটি সূত্র দাবি করেছে। বর্তমানে ১৬ সিরিজের প্রো মডেল দুটিতে সর্বোচ্চ ৪কে মানের ভিডিও রেকর্ডিং করা যায়।

আইফোন ১৭ সিরিজের প্রো মডেল সম্পর্কিত ফাঁস হওয়া এই ফিচারগুলোর সতত্য যাচাই করার কোনো সুযোগ নেই। কেননা অ্যাপল সচরাচর উন্মোচনের আগে তাঁদের প্রোডাক্ট সম্পর্কে বলতে গেলে কোনো তথ্যই শেয়ার করে না। তবে আইস ইউনিভার্স, মিং-চি কুয়ো, জেফ পু, ইন্সট্যান্ট ডিজিটালের মতো বিশ্বস্ত সূত্রগুলো থেকে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অতীতে সত্য বলে প্রমাণিত হয়েছে। আইফোন ১৭ সিরিজের ক্ষেত্রেও তেমনটা না হওয়ার বিশেষ কোনো কারণ নেই। 

তথ্যসূত্র: ম্যাকরিউমার, ফিক্সড ফোকাস ডিজিটাল (চীন), জিএফ সিকিউরিটিস (ইনটারনাল নোট), দ্য ইনফরমেশন, ফ্রন্ট পেজ টেক, ইন্সট্যান্ট ডিজিটাল, আইস ইউনিভার্স, মিং-চি কুয়ো, হায়তং (ইনভেস্টমেন্ট ব্যাংক), জেফ পু, অ্যাশারডিপস

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال