আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
আজ শুক্রবার রাত ৮টায় রাজধানীতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে এনসিপি।
এসময়, প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিচার দৃশ্যমান হওয়ার আগে দায়িত্বশীল জায়গা থেকে এমন বক্তব্য আপত্তিকর। বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়কে এনসিপি শক্তভাবে প্রত্যাহার করেছে। সকল দলকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
দলটির সদস্যসচিব আকতার হোসেন বলেন, বিদেশী শক্তিগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। সারা দেশের ছাত্র-জনতাকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি হাসিনার দোসরদের কেন বিচার হয়নি। বিচার দৃশ্যমান হওয়ার আগে দায়িত্বশীল জায়গা থেকে এমন বক্তব্য আপত্তিকর। বিচারচলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগের পর যে কোনো ও বিষয়কে এনসিপি শক্তভাবে রুখে দিবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়কে এনসিপি শক্তভাবে প্রত্যাহার করেছে। সকল দলকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র সদস্যসচিব তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।