" রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা "

রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

 

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরে মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম মিরপুর পল্লবী রোডের ১৫ নম্বর লাইনের গোলাম মোহাম্মদের ছেলে। তিনি একটি পাঞ্জাবির কারখানায় এমব্রয়ডারির কাজ করতেন বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের ভাই মো. বুলু বলেন, ‘আজ রাতের দিকে আমার ভাই এমব্রয়ডারির কাজ শেষে মিরপুর ১১ নম্বরের রাস্তা দিয়ে বাসা ফিরছিলের। এ সময় পথে ৩/৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমার ভাইকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ রাতের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال