"

জয়-ববির সঙ্গে এনসিপির হুমায়রার ছবি দাবিতে প্রচার, যা জানা গেল


ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। কিন্তু সম্প্রতি ‘চিত্রে শেখ হাসিনাপুত্র জয় এবং শেখ রেহানাপুত্র ববির মাঝখানে বসে আছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়রা নুর। জাতীয় নাগরিক পার্টি আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্লাটফর্ম’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, হুমায়রা নূরের ছবি দাবিতে যে ছবি প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। এটি অন্য নারীর।

সংস্থাটির টিমের অনুসন্ধানে জানা যায়, অ্যাডভোকেট হুমায়রা নূর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে নন, যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গে ভিন্ন একজন নারীর ছবি হুমায়রা নূরের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Neel Hurerzahan’ নামক ফেসবুক প্রোফাইলে গত ৭ মার্চ প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচিত ছবির নারীর পরিচয় সম্পর্কে জানা যায়। এ ছাড়া ওই পোস্ট ব্যবহৃত একটি ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া গেছে।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি তার (পোস্টদাতার); অর্থাৎ ছবিটি নীল হুরেজাহান নামক ব্যক্তির, হুমায়রা নূরের নয়। পেশাগতভাবে তিনি একজন উপস্থাপিকা। কর্মক্ষেত্রে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে ছবিতে থাকা ব্যক্তিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার ছবিটি তোলা হয়েছিল।

পরে বেসরকারি টিভি চ্যানেলের ২০২৩ সালের ১৮ নভেম্বর ‘তরুণদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দিলেন জয়। Joy Bangla Youth Award 2023’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে অনুষ্ঠানের উপস্থাপিকা ও সজীব ওয়াজেদ জয়কে আলোচিত ছবিটির অনুরূপ পোশাকে দেখা যায়।

নীল হুরেজাহানের ও হুমায়রা নূরের ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায় যে তারা দুজন ভিন্ন ব্যক্তি।

অর্থাৎ আলোচিত ছবিটি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূরের নয়।

সুতরাং হুমায়রা নূরের সঙ্গে সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ছবি দাবিতে নীল হুরেজাহান নামক নারীর ছবি প্রচার হচ্ছে; যা মিথ্যা।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال