শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস-সহ যাবতীয় পাওনা পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
উপদেষ্টা জানান, শিখরের মালিকানাধীন পোশাকশিল্প প্রতিষ্ঠান রোয়ার ফ্যাশনের শ্রমিকদের শ্রম মন্ত্রণালয়ের আপৎকালীন হিসাব থেকে ১ কোটি ২৩ লাখ টাকার বেশি দেওয়া হয়েছে।
এছাড়া টিএনজেড গার্মেন্টসের গাড়ি-বাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, মাহমুদ জিন্সের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা ছাড় করে পাঠানো হয়েছে প্রিমিয়ার ব্যাংকে। আগের ঋণ হিসেবে সেই টাকা কেটে রাখার কথা জানিয়েছে ব্যাংকটি। তবে তা আটকে না রেখে দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা।
যেসব কারখানায় বেশি সমস্যা ছিল সেখানেও দ্রুত সমাধান করা হয়েছে বলে জানান উপদেষ্টা সাখাওয়াত। এখন আর কোনো কারখানায় বেতন-বোনাস বাকি নেই বলে দাবি করেন তিনি।