কম টাকায় খোলা বিশেষ ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ বেড়েছে। ২০২৪ সালের শেষে তা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছরে এ হিসাবে জমা টাকা বেড়েছে ১২০ কোটি টাকা বা ২ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে কৃষক ও তৈরি পোশাক শ্রমিকদের ব্যাংক হিসাব ও আমানত সবচেয়ে বেশি।
২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কৃষকদের আমানত বেড়েছে ২৩ দশমিক ৩৫ শতাংশ। তৈরি পোশাকশ্রমিকদের ক্ষেত্রে বৃদ্ধির এ হার ৩০ দশমিক ৪৭ শতাংশ। সব মিলিয়ে কম টাকায় খোলা ব্যাংক হিসাব ২ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের। এর ফলে স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানত আবার বাড়তে শুরু করেছে।
Tags
অর্থনীতি