" বাংলার মাটিতে আ.লীগ আর রাজনীতি করতে পারবে না: নাহিদ "

বাংলার মাটিতে আ.লীগ আর রাজনীতি করতে পারবে না: নাহিদ



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন। সেখানে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, "আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না।"

তিনি আরও বলেন, "আমরা বারবারই বলেছি, প্রথম থেকেই বলেছি, এখনও বলছি-আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। ৫ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে এখন আলোচনার বিষয় হলো, সেই রায় কীভাবে কার্যকর হবে।"

বিচার প্রক্রিয়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "বিচার চলছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি, বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত, সেটি কার্যকর হতে পারে।"

তিনি আরও বলেন, "তাৎক্ষণিকভাবে আমাদের দাবি হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করা জরুরি।"

তিনি দাবি করেন, "বাংলাদেশের জনগণ, শহীদ পরিবার ও আহত পরিবারগুলোর সকলের একটাই গণদাবি-আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক।"

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال