"

রাবি শিক্ষার্থীকে পোশাক নিয়ে কটুক্তি ও হামলার ঘটনায় গ্রেপ্তার ২

 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে পোশাক নিয়ে কটুক্তি ও হামলার ঘটনায় অভিযুক্ত তন্ময় ও মিলন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা ৩টার দিকে নগরীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 


গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করে তন্ময় নামের স্থানীয় এক যুবক। কটুক্তির প্রতিবাদ করলে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীর ওপর দুই দফা হামলা চালায় তন্ময় ও তার সহযোগীরা।


এ ঘটনায় আজ দুপুর পৌনে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। পরে মূল অভিযুক্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিকেল ৪টার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়।


এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ইংরেজি বিভাগের ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার সহপাঠী বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেছেন। মূল আসামি তুন্ময় ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال