"

আমার জীবনের ব্রত, মিশন একটাই- এদেশকে ভারতের এবং সেই শকুনের গোলামদের হাত থেকে রক্ষা করা : আমান আজমী

 


জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ও সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান স্পষ্ট করেছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর তার জীবনের একমাত্র লক্ষ্য হলো দেশকে ভারতের ও তাদের সহযোগীদের প্রভাব থেকে রক্ষা করা।

তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, "মহান আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তিনি কী পরিকল্পনা নিয়ে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তা একমাত্র তিনিই জানেন। এখন আমার জীবনের ব্রত, আমার মিশন একটাই—এই দেশকে ভারতের এবং সেই শকুনের গোলামদের হাত থেকে রক্ষা করা। এটাই আমার যুদ্ধ, আমার জন্য ‘জেহাদ’ তুল্য।"

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষাকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেছেন। তার মতে, দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা বজায় রাখতে হলে এই লড়াইয়ের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, "এই দেশ হোক খাঁটি দেশপ্রেমিক, সুশৃঙ্খল, ভালো মুসলিমদের সুখের সোনার দেশ। ‘দেশ আমাদের’; কারো বাপের না, কোন কাফেরের না, কোন মুশরিকের না, কোন সম্প্রসারণবাদী-আধিপত্যবাদীর না, কোন ফ্যাসিবাদীদের না।"

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال