"

আল্লাহ ওয়ালাদের হাতে দেশকে ছেড়ে দেন কোন দুর্নীতি থাকবে না:সেলিম উদ্দিন

 

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন বলেন, দুর্নীতিকে আমরা চেচিয়ে বিদায় করব, এখানে কোনো দুর্নীতি থাকবে না এবং ঘুষ থাকবে না। মদ থাকবেনা, দরিদ্রতা থাকবে না ,কোন বেকার যুবকের অস্তিত্ব থাকবে না। এখানে কোন বস্তি থাকবে না। এ কোরআন কীভাবে আমরা দুনিয়ায় সুখী হব এবং আখেরাতে নাজাত পাব সে গাইডলাইন দিয়ে কোরআন পাঠানো হয়েছে। মানুষ যাতে ঐশীর আলোয় আলোকিত হয় তারা যেন এই জীবনকে মার্জিত করতে পারে। 



তাকওয়া সবসময় সঠিক পথ দেখায় সুন্দর পথ দেখায়। আমার সামনে যেসব কবি সাহিত্যিক, শিল্পী, আপনারা যারা শিল্প সাহিত্য চর্চা করেন ,আপনার যদি একটা বিষয় পালন করেন। তাহলে অনাচার দুর্নীতি, খুন, সব দূর হয়ে যাবে। আছিয়াদের মত মেয়েদের জীবন দিতে হবে না। আল্লাহ তাআলা বলেন তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। আজকে সময় এসেছে বাংলাদেশকে ঠিক করার জন্য পাঁচ বছরের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে ছেড়ে দিন। এখানে কোন অস্থিরতা থাকবে না বেহায়াপনা থাকবে না দুর্নীতি থাকবে না।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال