" আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ:পাটোয়ারী "

আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ:পাটোয়ারী

 

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী আজ সোমবার ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সেখানে নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, "আমাদের একটি শত্রু সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের যুদ্ধ চলমান থাকবে।"

তিনি আরও বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের যারা গুন্ডা, সন্ত্রাসী রয়েছে, তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। ২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি সন্ত্রাসের রাজনীতি চলতে থাকে, তবে আমরা তা মেনে নেব না।"

তিনি আরও বলেন, "আমরা চাই, সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক। বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি আমাদের আহ্বান—উশৃঙ্খল ও আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না। আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, "গত ১৫ বছর ধরে অর্থনৈতিক উন্নয়নের নামে বাংলাদেশকে বিভ্রান্ত করা হয়েছে। আমরা চাই, নতুন রাজনৈতিক তথ্য ও কাঠামো বিনির্মাণ করতে। আওয়ামী লীগ ও দিল্লির ফ্যাসিবাদী ব্যবস্থা এবং মুজিববাদী শাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। শহীদ পরিবারের রক্তের প্রতিশ্রুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের সকল পক্ষ, বিএনপি-জামাতসহ সব শক্তি আজ ঐক্যবদ্ধ। আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ এবং দিল্লি।"

তিনি বলেন, "আমাদের এই আন্দোলন আপোষের নয়। আওয়ামী লীগ ও দিল্লির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কখনো আপোষ করবে না। কেউ আপোষ করতে চাইলে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। শহীদ পরিবারের রক্তের শপথ নিয়ে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ—এই দেশ আওয়ামী লীগমুক্ত করতেই হবে।"

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال