"

হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরায়, নোমানী মাঠে জানাজা অনুষ্ঠিত

 

মাগুরায় ধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নোমানী মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

এর আগে, সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকা থেকে শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছায়। সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মরদেহ বহন করা হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এসময় মরদেহের সঙ্গে ছিলেন শিশুটির মা। একই হেলিকপ্টারে মাগুরায় এসেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।


প্রায় একই সময়ে আলাদা একটি হেলিকপ্টারে মাগুরায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক। জানাজার পর শিশুটির মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। 

 

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় শিশুটি।  


গত ৮ মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال