" ‘নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে’ "

‘নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে’

 

নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশে অস্থিরতা ও জনগণের মধ্যে ‘তীব্র অসন্তোষ’ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গত শনিবার ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করছে। দেশটির বর্তমান সরকারপ্রধান নির্বাচন ২০২৬ সালে গড়াতে পারে বলে মন্তব্যের পর দলটির পক্ষ থেকে এমন বার্তা আসছে। atOptions = { 'key' : 'a93fec28a4ab0f0cb86a67726fc54e58', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} }; >


অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে পদত্যাগ করা।

মঈন বলেন, সাধারণত ডিসেম্বরে তফসিল ঘোষণার বিষয়টি সবাই মেনে নিয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ওয়াশিংটন ডিসিতে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, সেখানে তিনি বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করতে চাইছেন।

মঈন খানই হলেন প্রথম সিনিয়র বিএনপি নেতা যিনি এই বছর নির্বাচন না হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ থাকবে। এর অর্থ হলো কিছু অস্থিরতা হতে পারে... সময়ই সিদ্ধান্ত নেবে।’


তিনি আরও বলেন, এখনও কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা বিএনপির নেই। তবে নির্বাচিত হয়ে গেলে তারা ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য দলের সাথে কাজ করার জন্য উন্মুক্ত থাকবে। মঈন খান বলেন, নির্বাচনের পরে গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করতে পারলে খুশি হব।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال