"

চট্টগ্রামে দুইদিনে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০


চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

রোববার দিনগত রাত ১২টা থেকে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।



গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা তৈরি, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ৪০ জন হলো, খুলশী থানার আসামি শাহরিয়ার সাদেক (৩০), পাঁচলাইশ মডেল থানার আসামি মো. শিপন (৩৩), মো. শাওন ওরফে ঢাকাইয়া সাওন (৩১), মো. শামীম ওসমান (৩৬), মো. রুবেল (২২), পতেঙ্গা থানার আসামি মো. জসিম উদ্দিন (৫৪), মো. আরিফ (১৮), চান্দগাঁও থানার আসামি মো. সাইফুল হক (৫০), মো. সায়েম মুরাদ (৪২), মনু দত্ত (৪৫), চকবাজার থানার আসামি মো. ইদ্রিস (৪০), আনোয়ার হোসেন (২৮), আব্দুল মালেক (২৪), কোতোয়ালী থানার আসামি নুরুল হাকিম (৪২), আনিসুল হক (৩৬), নুরুল হাকিম (৪২), কর্ণফুলী থানার আসামি বাংলাদেশ শ্রমিকলীগ বৈরাগ ইউনিয়নের সহ-সভাপতি মো. ওয়াহিদ (২৪), ইপিজেড থানার আসামি ফিরোজ আল মামুন (৪২), হালিশহর থানার আসামি হাফেজ মো. ইসমাইল (৩৫), ডবলমুরিং থানার আসামি আনাছ (২১), মো. ইমরান খন্দাকার (৪০), মাইনুল ইসলাম (২৮), মো. মহসিন সিকদার (৩২) , মো. ইমরান খন্দকার (৪০), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. রবিউল হাসান মিন্টু (২০), ইয়াছিন আরাফাত রবিন (২২), মো. আলমগীর (৩৩), বাকলিয়া থানার আসামি মো. হানিফ (২৮), মো. জাহেরুল হক ওরফে রকি (২৬), জিয়াউল হক (২২), মো. রমজান (২৫), মোহাম্মদ ওয়াহিদুল হক ওরফে রিমন (২৬), মো. ফারুক (৪২), পাহাড়তলী থানার আসামি মো. মামুনুর রশীদ (৪৪), সদরঘাট থানার আসামি দ্বীন ইসলাম মুন্না ওরফে কালাম (২৪), মো. রুবেল মিয়া (২৮), আকবর শাহ্ থানার আসামি মো. জয়নাল আবেদীন (২২), মো. রুবেল (৩৩) এবং বন্দর থানার আসামি মো. নাজমুল ইসলাম (২৬)।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال