আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন , ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে, কীভাবে কার্যকর হবে তা দেখার বিষয়।
সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সব সময় জুলাই গনঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে।
আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম।
Tags
রাজনীতি