"

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত, পাঁচ মাস পর দেশে এলো লাশ

 

সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে আয়নাল হককে পাতিলাপাড়া এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে আয়নাল হক গত বছরের ৮ অক্টোবর সৌদি আরবের আভা শহরে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মরদেহ রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করে বাড়ি নিয়ে আসেন।

আয়নাল হক তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। অভাব ঘোচাতে কাঠমিস্ত্রির কাজ ছেড়ে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। আয়নাল হকের স্ত্রী ও দুই কন্যা সন্তান আছে। বড় মেয়ের বয়স ১২, ছোট মেয়ের ৫ বছর।

নিহতের বড় ভাই মো. ময়নাল হোসেন বলেন, ‘ভাইকে জীবিত পাইনি তবে বিমানবন্দর থেকে তার মৃতদেহের কফিন এনেছি। ভাতিজিদের দেখার মতো কেউ নাই।’

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال