রাজধানীর ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদের সামনে চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা। শনিবার দুপুরে এ ঘটনা হয়।
ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম শাহ আলম (৩৫)। তিনি বগুড়ার শিবগঞ্জের নুরুল ইসলামের ছেলে।
শাহ আলমকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে ধানমন্ডি থানা পুলিশ। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোঃ নুর আহাদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই রিকশা চালককে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’
মোঃ নুর আহাদ বলেন, ‘প্রতারক চক্র তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। সে সম্পূর্ণ সুস্থ হলে তার কাছ থেকে আর কি কি জিনিস খোয়া গেছে তা জানা যাবে। ইতিমধ্যেই আমরা তার পরিবারকে
বিষয়টি জানিয়েছি।’
Tags
সারাদেশ