"

বিএনপি গত ১৬ বছর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করেছে

 

রোববার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।


রাশেদ বলেন, বিগত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলার ঘটনা ঘটেছে। আমি নিজেও অসংখ্য বার হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছি তবুও আমরা মানুষের ভোটের অধিকার এবং দেশে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি।

তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন নেতাকর্মীসহ দেশের আপামর জনসাধারণ। ছাত্রজনতার এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদের বিনিময়ে স্বৈরচার হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র মেরামতের জন্য নিরপেক্ষ নির্বাচন জরুরি। রাজনীতি হোক দেশ ও জনগণের কল্যাণে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال